মুজাহিদদের বিরুদ্ধে জঙ্গি অপবাদে জাতির ক্ষোভ — অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি

সুলতান নবাব আল বাঙালি | 17 Jul 2025, 10:09 PM

আলেমদের নামে জঙ্গি মামলা: একটি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত!

সম্প্রতি বাংলাদেশের ইসলামি জাগরণে অগ্রণী ভূমিকা পালনকারী তিন সম্মানিত আলেম—আসিফ আদনান, মুফতি রেজাউল করীম আবরারমাওলানা জাকারিয়া মাসুদ—এর বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছে পুলিশের অ্যান্টি-টেরোরিজম ইউনিট (এটিইউ), যেখানে বাদী হিসেবে দায়িত্ব পালন করেছেন এটিইউ-এর পরিদর্শক ও গোয়েন্দা কর্মকর্তা।

মামলার ভিত্তি হিসেবে একজন অভিযুক্ত তরুণের স্বীকারোক্তিকে ব্যবহার করা হয়েছে, যে পাকিস্তানের একটি ইসলামপন্থী সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (TTP)-এর আদর্শে উদ্বুদ্ধ বলে জানায়। অথচ মামলায় অভিযুক্ত আলেমগণ কেউই কখনও রাষ্ট্রবিরোধী বা সহিংস কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন না।

এই আলেমগণ ইসলামী খিলাফাহ চায়, জঙ্গিবাদ নয়।
তাঁদের আহ্বান—এই বাংলা যেনো ইসলামী শরীয়াহর ভিত্তিতে পরিচালিত হয়। তাঁরা মুজাহিদ, যারা কুফরি ও অবিচারের বিরুদ্ধে জিহাদের দর্শন প্রচার করে, সন্ত্রাসের নয়। জঙ্গির সংজ্ঞা যাঁরা জানে না, তারাই আজ প্রকৃত মুজাহিদদের জঙ্গি বলছে। অথচ প্রকৃত মুজাহিদরাই তো জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিবাদী।

তেহরিক-ই-তালেবান পাকিস্তান কোনো সন্ত্রাসী চক্র নয়—তারা পাকিস্তানে ইসলামী শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামী। সুতরাং তাঁদের সঙ্গে আদর্শিক সংহতি প্রকাশ মানেই অপরাধ নয়।

আমি স্পষ্টভাবে জানাচ্ছি—যদি আলেমদের মুজাহিদী ভূমিকার কারণে জঙ্গি আখ্যা দেওয়া হয়, তবে এই বাংলার লাখো মুসলমানও সেই একই রায়ে অভিযুক্ত। আমিও তাঁদের একজন।

প্রশাসনের প্রতি আমাদের আহ্বান—এই মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করুন। এই অন্যায় অব্যাহত থাকলে মুসলিম জনতা শান্তিপূর্ণ প্রতিবাদে পথে নামবে, ইনশাআল্লাহ। ইসলাম ও আলেমদের সম্মান রক্ষায় আমরা আপসহীন থাকবো।

✒️ এক বিবেকবান নাগরিক,
বাংলার একজন মুজাহিদ

📎 সংযুক্তি:
রেটিং: ⭐ 0.0/5

কোনো মন্তব্য নেই।